বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাটহাজারীতে সাময়িক বন্ধ ইন্টারনেট

  •    
  • ২৬ এপ্রিল, ২০২১ ১৫:৫৩

হাটহাজারীর অলিপুর ইউনিয়নের বাসিন্দা নাজিম উদ্দীন বলেন, ‘হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণার পর হাটহাজারীতে ইন্টারনেট সেবা ধীরগতির করে দেয়া হয়। নেটওয়ার্ক সিগনাল ফোর-জি থেকে টু-জিতে নেমে এসেছে। সোমবার দুপুর পর্যন্ত একই অবস্থা।’

চট্টগ্রামের হাটহাজারীতে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটি ঘোষণার পর সোমবার রাত দুইটার দিক থেকে হাটহাজারীতে দ্রুত গতির ইন্টারনেট সেবা থ্রি-জি ও ফোর-জি ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ এলাকার লোকজনের।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন নিউজবাংলাকে বলেন, ‘দ্রুতগতির ইন্টারনেট বন্ধ করা হয়েছে কি না আমি বিস্তারিত জানি না। তবে গতকাল মধ্যরাত থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারছি না আমিও।’

হাটহাজারীর অলিপুর ইউনিয়নের বাসিন্দা নাজিম উদ্দীন বলেন, ‘হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে হাটহাজারীতে ইন্টারনেট সেবা ধীরগতির করে দেয়া হয়। নেটওয়ার্ক সিগনাল ফোর-জি থেকে টু-জিতে নেমে এসেছে। সোমবার দুপুর পর্যন্ত একই অবস্থা।’

একই অভিযোগ ফতেহপুর ইউনিয়নের বাসিন্দা মো. ইয়াছিনেরও। তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি এয়ারটেল ও গ্রামীণ ফোন অপারেটরের সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু গতকাল আনুমানিক রাত দুইটার পর মোবাইলে ইন্টারনেট পাচ্ছি না।’

তবে হাটহাজারী উপজেলার সঙ্গে লাগোয়া বায়েজিদ বোস্তামি এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘ইন্টারনেট ব্যবহারে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এখানে ফোর-জি ও থ্রি জি ইন্টারনেট সেবা সচল রয়েছে।’

এ বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে রোববার রাত এগারোটার দিকে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরী নিজের ফেসবুক পেইজ থেকে এক ভিডিও বার্তায় কমিটি বিলুপ্তের ঘোষণা দেন।

এরপর রাত সোয়া ২টার দিকে তিন সদস্য বিশিষ্ট্য একটি আহ্বায়ক কমিটি করার কথা নিউজবাংলাকে নিশ্চিত করেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনআমুল হাসান ফারুকী।

রাত পৌনে চারটার দিকে নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদী নিজের ফেসবুক পেইজ থেকে তিন সদস্যের কমিটিতে সদস্য হিসেবে আরও দুইজনের নাম উল্লেখ করে মোট পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর